গোপালগঞ্জের কাশিয়ানী থানার উপপরিদর্শক এসআই রোকোনুজ্জামান (২৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার দিঘলহাট গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
জানা গেছে, আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে কাশিয়ানী থানা কোয়ার্টারের সিঁড়ির কাছের রডের সাথে তাকে ঝুলতে থাকতে দেখেন নুরুল আনোয়ার নামের অপর এক এসআই।
এ সময় তিনি নামাজ পড়তে ঘুম থেকে উঠে এ দৃশ্য দেখে সকলকে খবর দেন বলে এসআই আলমগীর কবীর জানিয়েছেন। পরে তাকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই আলমগীর জানান, কী কারণে সে আত্মহত্যা করেছে তা তারা বুঝতে পারছেন না।
তার স্ত্রী রয়েছে বলেও তিনি জানান। লাশের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হবে বলে জানানো হয়। এ ঘটনায় একটি অপমৃত্যূর মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।