গোপালগঞ্জে গত বছরের ন্যায় এবারও অসহায়, দুস্থ, বেদে সম্প্রদায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম।
রোববার (২৭ নভেম্বর) দাপ্তরিক কাজ শেষ করে রাত ১১ টার দিকে শহরের থানাপাড়া বস্তি এলাকা থেকে শুরু করে গেটপাড়া, কুয়াডাঙ্গা, ঘোনাপাড়া ও তার আশপাশের এলাকায় গিয়ে নিজ হাতে প্রায় দুই শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন তিনি।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোহাইমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম, গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম মহোদয় সমাজের অসহায় ও দুস্থদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বিত্তবানদের প্রতি আহ্বান জানান।