প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৫, ১১:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৯, ২০২৩, ১১:৪৯ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে গণমাধ্যমকর্মীদেরকে ঈদ উপহার দিলেন ডিসি কাজী মাহবুবুল আলম
গোপালগঞ্জে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ২০৭ জন গণমাধ্যমকর্মীদেরকে প্রতি বারের ন্যায় এবারো ঈদ উপহার দিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম।
গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (২৮ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ "স্বচ্ছতা'য় আয়োজিত উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসকের পক্ষে গোপালগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) আজহারুল ইসলাম নিজে উপস্থিত থেকে জেলা- উপজেলার ১০ টি সংগঠনের মোট ২০৭ জন গণমাধ্যমকর্মীদের হাতে ঈদ উপহার তুলে দেন। উপহার সামগ্রীর মধ্যে পোলাও'র চাল, সেমাই, চিনি, গুড়া দুধ, সয়াবিন তেল, নুডুলস, মাংসের মশলা, হালিম মিক্সড রয়েছে।
এসময় গোপালগঞ্জের এনডিসি মো. আল- ইয়াসা রহমান তাপাদার, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আরিফ হোসেন, রন্টি পোদ্দার সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত