আজকের কাশিয়ানী নিউজ পোর্টালের ফেসবুক পেজে গত বুধবার (১৯ জানুয়ারি) খবর প্রকাশের পর গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের তারাইল মাঝিপাড়া জরাজীর্ণ ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপনকারী ৯৮ বছর বয়সী বৃদ্ধ সুমন্ত বিশ্বাসকে শীতবস্ত্র ও আর্থিক সহায়তা পৌঁছে দিয়েছেন গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পিপিএম।
গত বুধবার (১৯ জানুয়ারি) মধ্যরাতে গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকার পক্ষে এ শীতবস্ত্র ও আর্থিক সহায়তা পৌঁছে দেন কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ রায়হান।
এ সময়ে তিনি বলেন, আমাদের পুলিশ সুপার মহোদয় আজকের কাশিয়ানী নিউজ পোর্টালের প্রকাশিত খবরটি দেখে আমাকে শীতবস্ত্র ও আর্থিক সহায়তা পৌঁছে দিতে বলেন। আমরা এসে অসহায় বৃদ্ধের এই মানবেতর জীবনযাপনের বিষয়টি দেখে সত্যি খুব মর্মাহত হই। তিনি যাতে একটি থাকার ঘর পান সে চেষ্টাও অব্যাহত থাকবে।
এ বিষয়ে আমাদের প্রতিবেদককে জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পিপিএম বলেন, মানুষ মানুষের জন্য, একটু চেষ্টা করলেই সহানুভূতি মানুষ দেখাতে পারেন। সমাজে যে যেই অবস্থানে রয়েছে সকলেই একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলে সমাজটি আরো সুন্দর হবে। এধরনের কর্মকান্ডে সবসময় পাশে থাকার অভিপ্রায় ব্যক্ত করেন তিনি।