গোপালগঞ্জে ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা বা ঘোরাঘুরি করলেই নেওয়া হবে আইনি ব্যবস্থা

গোপালগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস চলাকালীন সময়ে যদি কোন শিক্ষার্থী (ছাত্র -ছাত্রী) ক্লাস ফাঁকি দিয়ে বাহিরে ঘোরাফেরা বা আড্ডা- বাজি করে তাহলে তাদেরকে আইনের আওতায় নেওয়া হবে।গত রবিবার ১০ই এপ্রিল বেলা ১১ টায় গোপালগঞ্জ জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষ ‘স্বচ্ছতা’য় গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ আইন জারি করা হয়। এসময় সেখানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম, জেলা সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ, জেলার ৫ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও চেয়ারম্যান বৃন্দ সহ অন্যান্য সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এ বিষয়ে সচেতন মহল মনে করেন, স্কুল-কলেজের শিক্ষক ও অভিভাবকরা তাদের সন্তানদের প্রতি খোঁজ-খবর নেয়া জরুরি। তাদের সন্তানরা ঠিকমতো স্কুল-কলেজে যাচ্ছে কিনা বা সবগুলো ক্লাসে অংশ নিচ্ছে কিনা, তা প্রতিদিন খোঁজ নেওয়া খুবই জরুরি। এখনই এসব পথ থেকে ফিরিয়ে না আনা গেলে তাদের আর পড়াশুনায় মনোযোগী করা যাবে না। সচেতন মহলের দাবি হচ্ছে প্রশাসনের তদারকিতে যে করেই হোক বিদ্যালয়ের ক্লাস চলাকালীন সময়ে শিক্ষার্থী ছেলে মেয়েরা যেন পার্কে গিয়ে বেপরোয়া ভাবে চলাফেরা করে, লেখাপড়া ধ্বংস করে বাজে পথে না যেতে পারে সে বিষয়ে গুরুত্ব দেওয়া।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *