গোপালগঞ্জে কুপিয়ে জবাই করে হত্যা

গোপালগঞ্জ সদর উপজেলায় মেহেদী হাসান সাগর (৩০) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মেহেদী হাসান সাগর সদর উপজেলার মধ্য করপাড়া শাহদত হোসেনের ছেলে।

আজ বুধবার (০৮ ফেব্রুয়ারী) ভোর সাড়ে ৮ টার দিকে মধ্য করপাড়া গ্রামের হাফিজের মুদি দোকানের মোড়ের রাস্তা থেকে লাশটি উদ্ধার করে গোপালগঞ্জ থানা পুলিশ।

মধ্য করপাড়া গ্রামের ইউপি সদস্য গফ্ফার খান বলেন, মেহেদী হাসান সাগর ঢাকায় থাকতো। দুইদিন আগে ঢাকা থেকে বাড়িতে আসছে। গতকাল রাতে আমাদের এখানে ওয়াজ মাহফিল হয়েছে। ওয়াজ শুনে সাড়ে ১০টায় বাড়িতে গিয়ে শুয়ে পরে। নিহত মেহেদী হাসান সাগরের স্ত্রী জানায় রাত আনুমানিক সাড়ে ১২টায় একটা ফোন আসে সাগরের ফোনে। পরে সে বাহিরে যায় আর ফিরে আসে না। সকালে খবর পাই তাকে হত্যা করে রাস্তায় ফেলে গেছে।

বৌলতলী পুলিশ ফাড়ির এসআই মো: জাফর ইকবাল বলেন, আমরা জরুরী পুলিশ সহায়তা ৯৯৯ নাম্বারে ফোন পেয়ে মধ্য করপাড়া হাফিজের মুদি দোকানের মোড়ের রাস্তা থেকে মেহেদী হাসান সাগর নামের এক যুবকের জবাই করা লাশ উদ্ধার করি। কে বা কারা তাকে জবাই করে হত্যা করে লাশটি রাস্তায় ফেলে যায়। লাশ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *