গোপালগঞ্জে করোনা আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু----------
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় করণা ভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মৃত্যু হয়েছে আজ শনিবার বিকাল পাঁচটায় নজরুল ইসলাম নুরু কাজী(৬৫) নামে এক ব্যক্তি নিজ বাড়িতে আইসোলেশনএ চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যায় ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার রিজভী আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন ।
মৃত ব্যক্তির বাড়ি মুকসেদপুর উপজেলার চন্ডী বরদি গ্রামে ।
এ নিয়ে মোকসেদপুর উপজেলায় আক্রান্তের সংখ্যা মোট ৬৭ জন সুস্থ ২৫ জন মৃত্যু ১ জন।
গোপালগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ১ জনের মৃত্যু।
এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৬৯ জনে মোট মৃত্যু ২ জন।