গোপালগঞ্জে করোনায় প্রান হারালেন ১২ জন উপসর্গে ১৫ জন। সুস্থ হলেন-৩৭৯ জন

গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জে একদিনে করোনায় ও উপসর্গ নিয়ে পাট ব্যাবসায়ী লুৎফর খান ও বিকাশ কর্মী দিপঙ্করসহ তিন জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ও ভোরে এই তিন জনের মৃত্যু হয়। এড়াছা জেলায় এখন পর্যন্ত করোনায় সাবেক সেনা সদস্য আক্রাম শরীফসহ মোট ১২ জনের মৃত্যু হয়েছে আর উপসর্গ নিয়ে মারা গেছে আরো ১৫ জন। উপসর্গ নিয়ে মারা যাওয়া ১৫ জনের মধ্যে নমুনা পরিক্ষা শেষে ৫ জনের করোনা পজিটিভ আসে। বাকি সবাই নেগেটিভ।

ডাঃ এস এম সাকিবুর রহমান মেডিকেল অফিসার (সিভিল সার্জন অফিস) জানান-গত মাসের ২৮ তারিখে গোপালগঞ্জ শহরের মৌলভীপাড়ার বাসিন্দা পাট ব্যাবসায়ী লুৎফর রহমান খানের করোনা পজিটিভ আসে এরপর থেকে তিনি তার নিজ বাড়ী আইসোলেশনে ছিলেন, বৃহস্পতিবার রাত সাড়ে তিনটায় তিনি মারাযান।
এছাড়া সদর উপজেলার মানিকদাহ গ্রামের বিকাশ কর্মী দিঙ্কর সকাল সাড়ে সাতটায় ও দিঘলিয়া গ্রামের বৃদ্ধ মোতালেব গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এছাড়া জেলায় এখন পর্যন্ত আইশোলেসনে ৩২১ জন আর সুস্থ হযে বাড়ী ফিরেছেন ৩৭৯ জন।
জেলায় একন পর্যন্ত নমুনা পরিক্ষা করা হয়েছে ৫৪০৬ জনের এর মধ্যে ৭১১ জন করোনা সংক্রমিত।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *