গোপালগঞ্জে কমফোর্ট গাড়ী ও ট্রাক মুখোমুখি সংঘর্ষ


গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার বিশ্বরোড বাসস্ট্যান্ডের কাছে । আজ রবিবার বিকাল ৪:৫০ এর সময় ঢাকা থেকে ছেড়ে আসা কমফোর্ট বাস ও কালনা থেকে ছেড়ে আসা বালু ভর্তি ড্রাম ট্রাক সরাসরি মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় স্থানীয় লোকজন ও গাড়ি সূত্রে মতে ঘটনাস্থল থেকে জানা যায় ড্রাম ট্রাক চালক বাম পাশ থেকে হঠাৎ করে ডানপাশে ওভারটেক করার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এবং ড্রাম ট্রাকের গতি অতিরিক্ত বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাম পাশে একটি যাত্রী ছাউনি ছিল সেটি সহ নিচে খালে পোল্টি খায় ট্রাক ড্রাইভার ও হেলপার ঘটনা স্থান থেকে পালিয়ে যায়। বাসের ড্রাইভার গুরুতর আহত অবস্থায় প্রাথমিক চিকিৎসার জন্য তাকে কাশিয়ানী সদর হাসপাতালে নেয়া হয়। বাসভর্তি যাত্রী ছিল ঘটনাস্থলে কোন যাত্রী মারা যায়নি ।গুরুতর আহত যাত্রীদের চিকিৎসার জন্য পাঠানো হয় কাশিয়ানী সদর হাসপাতাল। এ ঘটনার খবর পেয়ে কাশিয়ানী থানা ওসি আজিজুর রহমানসহ পুলিশ সদস্য রা মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। পরবর্তী সময়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে নিয়োজিত হয়