গোপালগঞ্জে এলজিইডি’র খুলনা বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর পরিদর্শন

 স্বাস্থ্যসম্মত ও নিরাপদ কর্মপরিবেশ সকলেরই পছন্দনীয়। বৈশ্বিক করোনা পরিস্থিতি বিবেচনায় -এ চাহিদা নিতান্তই যথার্থ হয়ে উঠেছে।
এরই ধারাবাহিকতায় এলজিইডি গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হকে’র উদ্যোগে জেলা এলজিইডি ভবন আধুনিক ও সুসজ্জিত করণ কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) -এর খুলনা বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ মোখলেসুর রহমান গতকাল শনিবার সরেজমিনে এসে উক্ত কাজ পরিদর্শন করেন।
গোপালগঞ্জ এলজিইডি ভবনের সৌন্দর্যবর্ধনের কাজ সম্পন্ন করায় তিনি জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক সহ সংশ্লিষ্ট সকলের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে দেশের অন্যান্য জেলায়ও এ আদলে পুরাতন ভবনগুলো সুসজ্জিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়াও অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ মোখলেসুর রহমান ওইদিন দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গিয়ে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন এবং বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এ সময় অতিরিক্ত প্রধান প্রকৌশলীর সফরসঙ্গী হিসেবে যশোর জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মীর্জা মোঃ ইফতেখার আলী, গোপালগঞ্জ জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক, কোটালীপাড়া উপজেলা প্রকৌশলী দেবাশীষ বাগচী, টুঙ্গিপাড়া উপজেলা প্রকৌশলী মোঃ ফয়সাল আহমেদ সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অতিরিক্ত প্রধান প্রকৌশলী কোটালীপাড়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নির্মাণাধীন বঙ্গবন্ধু দারিদ্র বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড) পরিদর্শন করেন।
Aa


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *