গোপালগঞ্জে এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (১৯ ডিসেম্বর ২০২২) সকাল ১০ টায় সদর উপজেলায় বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজ সেবা অধিদপ্তরের ক্যাপিটেশন গ্রান্ট প্রাপ্ত বেসরকারি কাজুলিয়া এতিমখানা মাদরাসার এতিম শিক্ষার্থীদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণকালে মাদ্রাসার পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে এতিমখানার সাধারণ সম্পাদক মাওলানা আবু জাফর, মাওলানা জিল্লুর রহমান, মাওলানা আলি হোসাইন, হাবিবুল্লাহ রাসেল,মিজানুর রহমান, ইলিয়াসুর রহমান, ইমদাদ হোসাইন প্রমূখ উপস্থিত ছিলেন।