গোপালগঞ্জে এক ট্রলি ড্রাইভারকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন
গোপালগঞ্জে পূর্ব শত্রুতার জেরে মোঃ আশিক শেখ (২২) নামে এক ট্রলি ড্রাইভারকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। ঘটনাটি ঘটে গত সোমবার (২৭ জুন) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টায় গোপালগঞ্জ সদর উপজেলার উরফি ইউনিয়নের ডুমদিয়া নামক বাসস্ট্যান্ডে। পরে আহত আশিককে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহত মোঃ আশিক শেখ হরিদাসপুর গ্রামের খোকন শেখের ছেলে। পরে এ বিষয়ে আহত আশিকের ভাই মোঃ নূর আলম শেখ (৩৫) নিজে বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানাগেছে, আহত মোঃ আশিক শেখ ঘটনার দিন স্থানীয় খাগাইল মাঠে ফুটবল খেলা দেখে সন্ধ্যায় বাড়ি ফিরছিলো। পরে ডুমদিয়া বাসস্ট্যান্ডে পৌঁছালে সেখানে পূর্ব পরিকল্পিতভাবে ডুমদিয়া গ্রামের সোনা গাজীর ছেলে তৌহিদ গাজী (৪২), কুদ্দুস গাজীর ছেলে আমিন গাজী (২০), জালাল গাজীর ছেলে জিতু গাজী (২৩), ইউনুছ গাজীর ছেলে মানিক গাজী (২১), এনামুল গাজীর ছেলে আব্দুল্লাহ গাজী (২০), জামিল গাজীর ছেলে আকাশ গাজী (২০) সহ আরো ৪/৫ জন রামদা, চাইনিজ কুড়াল, লোহার পাইপ, লোহার হাতুড়ি দিয়ে আশিকের ওপর অতর্কিতভাবে হামলা চালিয়ে তার মাথায়, হাতে ও পিঠে কুপিয়ে গুরুতর আহত করে।
এ বিষয়ে আহত আশিকের স্বজনেরা গণমাধ্যমে অভিযোগ করে বলেন, আমার নির্দোষ ছেলেকে হত্যার উদ্দেশ্যে যারা এলোপাতাড়িভাবে তাকে কুপিয়ে পঙ্গু করে দিয়েছে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই সাদেক বলেন, অভিযোগ পেয়ে আমি হাসপাতালে ভিকটিম আশিককে দেখে এসেছি, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।