গোপালগঞ্জে একই পাড়ায় ২৩ জনের করোনা পজিটিভ

গোপালগঞ্জে একই পাড়ায় ২৩ জনের করোনা পজিটিভ

করোনা প্রতিরোধে গোপালগঞ্জের এক বাড়িতে ১৮ জনসহ একই পাড়ায় ২৩ জনের করোনা পজিটিভ হওয়ায় সদর উপজেলার বৌলতলী ইউনিয়নের তেলিভিটা গ্রামকে বিশেষভাবে অবরুদ্ধ করা হয়েছে। এছাড়া বৌলতলী ইউনিয়ন এবং পার্শ্ববর্তী সাতপাড় ও সাহাপুর ইউনিয়নের সকল সাপ্তাহিক হাট ও প্রতিদিনের খোলাবাজার বন্ধ করে দেওয়া হয়েছে। গোপালগঞ্জ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সাকিবুর রহমান জানান, তেলিভিটা গ্রামের মোটর গ্যারেজ ব্যবসায়ী বিভাষ কৃত্তনীয়া করোনার উপসর্গ ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি নিয়ে গত রোববার মারা যান। এর জের ধরে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিলে তারা স্বাস্থ্য বিভাগকে জানায়।

পরে ওই গ্রামের ৯১ জনের নমুনা সংগ্রহ করে গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতাল পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়। বুধবার (২৬ মে) এর মধ্যে ২৩ জনের করোনা পজিটিভ আসে। পরে তাদেরকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়। এ কারণে বুধবার সকাল থেকে তেলিভিটা গ্রামসহ আশপাশের জনবহুল এলাকা বিশেষভাবে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এছাড়া ওই গ্রামের আরও ৮৭ জনের করোনা নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের রিপোর্ট বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্য বিভাগের কাছে পৌঁছানোর কথা ছিল। এদিকে, করোনা আতঙ্ক ও সংক্রমণ রোধে সদর উপজেলার বৌলতলী ইউনিয়ন এবং পার্শ্ববর্তী সাতপাড় ও সাহাপুর ইউনিয়নের সকল সাপ্তাহিক হাট ও প্রতিদিনের খোলাবাজার বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সাতপাড় ইউপি চেয়ারম্যান সুজিত কুমার মন্ডল।

গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেছেন, এক বাড়িতে ১৮ জনসহ একই পাড়ায় ২৩ জনের করোনা পজেটিভ হওয়ায় করোনা প্রতিরোধ করতে এবং সাধারণ মানুষকে সচেতন করে তুলতে তেলিভিটা গ্রামকে বিশেষভাবে অবরুদ্ধ করা হয়েছে। এছাড়া ওই এলাকার মানুষ যাতে বেশি গ্যাদারিং না করে এবং সচেতন হয় তার জন্য বৌলতলী, সাতপাড় ও সাহাপুর ইউনিয়নের সকল সাপ্তাহিক হাট ও প্রতিদিনের খোলাবাজার বন্ধ করে দেওয়া হয়েছে। ওই এলাকার সাধারণ মানুষের যাতে কোনো কষ্ট না হয় তার জন্য জেলা প্রশাসন, সদর উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্থানীয় জনপ্রতিধিগণ ও স্বেচ্ছাসেবী টিম সার্বক্ষণিক কাজ করছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *