গোপালগঞ্জে উন্নত জাতের পোনা মাছ অবমুক্ত করণ

 মুজিববর্ষে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গোপালগঞ্জে তৃতীয় প্রজন্মের (উন্নত জাত) রুই মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
গোপালগঞ্জ জেলা মৎস্য অধিদপ্তর ও ওয়ার্ল্ড ফিসের উদ্যোগে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি বাঁওড় ও বন্যাবাড়ি বিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক শাহিদা সুলতানা ৪৫০কেজি উন্নত জাতের পোনা মাছ অবমুক্ত করেন।
ওয়ার্ল্ড ফিশের সিনিয়র বিজ্ঞানী ড. বিনয় কুমার বর্মণ জানান, হালধা, পদ্মা ও যমুনা নদী থেকে প্রথমে রুই মাছের ব্রুড সংগ্রহ করা হয়। তারপর গবেষণার মাধ্যমে ধাপে ধাপে ভালো থেকে ভালো জাত নির্বাচন করা হয়। দীর্ঘ ৮ বছর গবেষণার পর তৃতীয় প্রজন্মের রুই মাছের পোনা উদ্ভাবন করা হয়েছে। এ পোনা দ্রুত বাড়ে। প্রচলিত পোনার তুলনায় শতকরা ৩০ ভাগ বেশি বৃদ্ধি পায়।
মুক্ত জলাশয়ে বৃদ্ধির হার আরও বেশি। খেতে খুবই সুস্বাদু তাই বাজারে বেশি দামে বিক্রি হবে। এতে মানুষের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি মৎস্য চাষিরা আর্থিকভাবে বেশি লাভবান হবেন। মৎস্য অধিদপ্তরের উপপরিচালক ড. খালেদ কনক বলেন, মাছের উৎপাদন বৃদ্ধি করে আমরা মৎস্যজীবী ও চাষিদের স্বাবলম্বী করতে চাই। দেশের প্রতিটি মানুষের জন্য আমরা মাছ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এ সময় স্বাস্থ্যবিধি মেনে জেলা এবং উপজেলা প্রশাসন সহ মৎস্য অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *