গোপালগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ দুই জন গ্রেপ্তার
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা থেকে আরিফুল ইসলাম ফরাজীকে ৪৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে গোপালগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এছাড়া লালন শেখ নামের আরেক যুবককে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দা পুলিশের এস আই মাসুম বিল্লাহ জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল শনিবার গভীর রাতে কোটালীপাড়ার থানারপাড় এলাকায় অভিযান চালিয়ে কোটালীপাড়া থানা মসজিদের ইমাম আরিফুল ইসলাম ফরাজীকে ৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও শিমুলবাড়ী গ্রামের শাহজাহান শেখের ছেলে লালন শেখকে দুই শত গ্রাম গাজাসহ গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের নামে জেলা গোয়েন্দা পুলিশের এস আই নিতাই চন্দ্র সাহা বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ লুৎফার রহমান জানান, আমাদের নিয়োগপ্রাপ্ত ইমাম হচ্ছে কাওছার উদ্দিন। ইমাম সাহেব বয়ষ্ক হওয়ায় মাঝে মাঝে ইমাম সাহেবের নাতি আরিফুল ইসলাম ইমামতি করতো।