"আদর্শবান যুবকরা জাগলেই - জাগবে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে ইসলামী যুব আন্দোলন উপজেলা দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৭ ই সেপ্টেম্বর সকাল ৯ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ইসলামী যুব আন্দোলন গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ নুর ইসলাম শেখ লেলিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ মারুফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - ইসলামী আন্দোলন গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব ক্বারী তাজুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক মাওলানা তসলিম হুসাইন সিকদার। এছাড়া ও উপস্থিত ছিলেন - ইসলামী যুব আন্দোলন গোপালগঞ্জ জেলা শাখার সহ- সভাপতি মাওলানা কাবিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোল্লা আল- আমিন, সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ ইব্রাহিম, প্রচার সম্পাদক মোঃ আবু নাইম, কোটালীপাড়া শাখার সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, গোপালগঞ্জ সদর থানার সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান সহ জেলা উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।