গোপালগঞ্জে ইমাদ পরিবহন ও মটোরসাইকেল মুখমুখি সংঘর্ষ
গোপালগঞ্জে বাসচাপায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
আজ শনিবার (১৯ ডিসেম্বর) বিকালে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার তুতবাটি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত মোটর সাইকেল চালকের নাম ইরান মজুমদার (৩৫)
সে সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের সুলতানশাহী গ্রামের জালাল উদ্দিন মজুমদারের ছেলে।
পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস সদর উপজেলার তুতবাটি নামক স্থানে পৌঁছালে পাশে লিংক রোড দিয়ে একটি মোটর সাইকেল হাইওয়ে সড়কে উঠলে বাসের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর বাস মহাসড়কের পাশে কাত হয়ে পড়ে যায়,আর মোটর সাইকেলের ২ আরোহী গুরুতর আহত হয়। ইমাদ পরিবহন এর বাস কাত হয়ে মহাসড়কের পাশে পড়ে গেলেও সৌভাগ্যবশত বাস যাত্রীদের তেমন কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
পরে আহত মোটর সাইকেল আরোহীদেরকে দ্রুত উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইরান মজুমদারের মৃত্যু হয়। অপর আরোহী রাসেল মজুমদার গুরুতর আহত অবস্থায় একই হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানা গেছে।
গোপালগঞ্জে ইমাদ পরিবহন ও মটোরসাইকেল