গোপালগঞ্জে আবারো গাঁজাসহ আটক ০৩ জন

গাঁজাসহ

আজ মঙ্গলবার বিকাল ৪:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ সদর থানাধীন কুয়াডাঙ্গা এলাকার সামনে চালানো হয়। মাদক বিরোধী অভিযান পরিচালনায় গাঁজা সহ ধরা পড়ে ৩ জন মাদক বিক্রয় -সেবনকারী – আসামী ১) সাজ্জাদ মোল্লা(২১), পিতা-মুরাদ মোল্লা, সাং উলপুর, ২) হাসান শেখ(১৯), পিতা- বিল্লাল হোসেন, সাং কংসুর ও ৩) শফিকুল শেখ(১৯), পিতা-জলু শেখ, সাং হরিদাসপুর, সদর, গোপালগঞ্জ নামীয় তিনজন আসামীকে গাঁজাসহ আটক করা হয়। সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান এর সার্বিক তত্ত্বাবধানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব-ইন্সপেক্টর মুঃ আঃ মজিদ এর নেতৃত্বে অন্যান্য সদস্য ও পুলিশ লাইনের পুলিশফোর্স অংশগ্রহণ করেন। আসামীদের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *