প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৫, ৪:০১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৭, ২০২২, ১২:২৬ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে আন্তঃস্কুল কাবাডি প্রতিযোগিতার শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় গোপালগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সদর উপজেলায় আন্তঃস্কুল কাবাডি প্রতিযোগিতার শুভউদ্বোধন ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকালে স্থানীয় সুইমিংপুল এন্ড জিমনেসিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইলিয়াছুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা।
আড়পাড়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আলী নাঈম খান জিমি, জেলা ক্রীড়া অফিসার মো. মনিরুজ্জামান,
হ্যান্ডবল উপ-কমিটির আহ্বায়ক মো. নজরুল ইসলাম নান্টু, কাবাডি উপ-কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর কবির, সুইমিংপুল এন্ড জিমনেসিয়ামের প্রশাসক মো. জসিম উদ্দিন, ভলিবল উপ-কমিটির আহ্বায়ক মো. হাবিবুল্লাহ খান মুকুল, হরিদাসপুর রয়েল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সাবেক অধ্যক্ষ প্রকৌশলী আতিয়ার রাসুল হিমেল, জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ সহ অসংখ্য ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন। আন্তঃস্কুল কাবাডি প্রতিযোগিতায় রাবেয়া-আলী গার্লস স্কুল এন্ড কলেজকে ৪৫---১৬ সেটে পরাজিত করে হরিদাসপুর রয়েল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ বিজয়ী শিরোপা অর্জন করে। পরে প্রধান অতিথি জেলা প্রশাসক শাহিদা সুলতানা বিজয়ী ও রানার্সআপ দলের প্রতিযোগীদের হাতে ট্রফি তুলে দেন।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত