গোপালগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের আরও দুই সদস্য গ্রেফতার করেছে পুলিশ

আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের আরো দুই সদস্যকে গ্রেফতার করেছে গোপালগঞ্জ সদর থানা পুলিশ। শুক্রবার রাতে মাগুরার মোহাম্মদপুর থানার নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ মিটুল মিয়া (৩০) মোহাম্মদপুর উপজেলার বেজড়া গ্রামের মোঃ নেহাল উদ্দিনের ও মোঃ লিটন মিয়া (২৫) মন্ডলগাতী গ্রামের মোঃ কুদ্দুস মোল্লার ছেলে।

এর আগে চোর চক্রের প্রধান সদস্য শিবলু মোল্যা (৩৬) ও মোঃ আসিবুর রহমান ওরফে আশিক ওরফে হাসিব মোল্যাকে (৩০) গ্রেফতার করে। মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাকোল পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালিয়ে শিবলুকে এবং গোপালগঞ্জ শহরে মোটর সাইকেল চুরির সময় হাতেনাতে মোঃ আসিবুর রহমান ওরফে আশিক ওরফে হাসিব মোল্যাকে গ্রেফতার করে। হাসিব নড়াইল জেলার লোহাগড়া থানার মোচনা পূর্বপাড়া গ্রামের ইসমাইল মোল্যার ছেলে এবং শিবলু নাকোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান চাঁদ আলী মোল্যার ছেলে।

গোপালগঞ্জ সদর থানার এসআই মিজানুর রহমান জানান, গত ২৮ জুন গোপালগঞ্জ চাঁদমারী এলাকা থেকে জেলা ক্রীড়া অফিসের অফিসিয়াল সরকারি একটি মোটরসাইকেল যাহার রেজিঃ নম্বর ঢাকা মেট্রো হ ১৬-৩৭৬৮ চুরি হয়। এছাড়াও এই চক্রটি দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন স্থান থেকে মোটর সাইকেল চুরি করে আসছিল। ঘটনাক্রমে গত ৭ জুলাই গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়া এলাকা থেকে মোঃ আসিবুর রহমান ওরফে আশিক ওরফে হাসিব মোল্যাকে (৩০) মোটরসাইকেল চুরির প্রস্তুতি সময় ধরা পড়ে এলাকাবাসীর হাতে। তাকে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। তাঁরই তথ্যের ভিত্তিকে অভিযান চালিয়ে এ পর্যন্ত চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মোটর সাইকেল চুরির মামলা রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *