গোপালগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ করলেন প্রভাবশালী বিবাদী গং


গোপালগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিবাদী প্রতিপক্ষ প্রভাবশালী সাহাদাত হোসেন সিকদার গং দোকান ঘর নির্মাণ করে চলেছেন। এ ব্যাপারে সৌদি প্রবাসী লিটন শেখের স্ত্রী মুক্তা বেগম বাদী হয়ে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে সাহাদাত হোসেন সিকদার সহ ৫ জনকে বিবাদী করে ন্যায় বিচার ও নিষেধাজ্ঞা চেয়ে ৪৪২/২২ একটি পিটিশন দায়ের করেন। বিজ্ঞ বিচারিক আদালত গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জকে উক্ত জায়গায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন।
পিটিশন সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ সদর উপজেলার গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের কাঠি বাজার সংলগ্ন টাওয়ারের পাশে ৯২ নং কাঠি মৌজার ১৬০২ নং হাল খতিয়ানের ৬১ নং দাগের ৪১ শতাংশ জায়গার মধ্যে ০.০৭১ শতাংশ জায়গা পৈতৃক ও ক্রয়সূত্রে প্রাপ্ত হন বাদী লিটন শেখ। অপরদিকে একই খতিয়ানে ক্রয়সূত্রে ০.৯২৯ শতাংশ জায়গা প্রাপ্ত হন প্রতিপক্ষ বিবাদী সাহাদাত সিকদার। পরে সড়কের পাশের মুল্যবান ওই জায়গার সমবন্টন না করে বিবাদী প্রতিপক্ষ সাহাদাত হোসেন সিকদার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকান ঘর নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে বাদী প্রবাসী লিটন শেখের স্ত্রী মুক্তা বেগম আদালতের নিকট ন্যায় বিচার প্রার্থনা করেছেন।