গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী গ্রামে অভিযান চালিয়ে একই গ্রামের আক্কাস শেখের ছেলে মোঃ ফরহাদ হোসেন শেখ (৪০) কে অস্ত্রসহ আটক করেছে র্যাব-৮।
র্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্প ইনচার্জ মোহাম্মদ তাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল স্কোয়াড সহকারি পরিচালক মোঃ রবিউল ইসলামের নেতৃত্বে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী গ্রামে অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ ফরহাদ হোসেন শেখকে অস্ত্রসহ হাতে নাতে আটক করে।
এ সময় আটককৃত আসামীর নিকট হতে একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদে সে অস্ত্র ও মাদক ব্যবসার কথা স্বীকার করেন। পরে তাকে অস্ত্রসহ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে মুকসুদপুর থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের জানান, মঙ্গলবার (৪ আগস্ট) রাতে র্যাব অস্ত্র ও মাদক আইনে একটি মামলা করেছেন। আজ বুধবার(৫ আগস্ট) তাকে আদালতে পাঠানো হয়েছে।