গোপালগঞ্জে অবৈধ ক্লিনিক বন্ধে ও ভূয়া চিকিৎসকের দৌরাত্ম থেকে বাঁচতে অভিযান

 

গোপালগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ কার্যক্রম প্রতিরোধে আজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে অভিযান পরিচালনা করা হয়।

এসময় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সংলগ্ন এলাকায় জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট চলাকালে লাইসেন্স বিহীন পরিচালিত সেতু ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে মেডিক্যাল এবং ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর আওতায় মাহমুদুল আলম (বাবুল) নামে একজন ভূয়া ডাক্তারকে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এসময় শিকদার অর্থিণ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার এবং সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার দুটি লাইসেন্স/নবায়ন ব্যতীত পরিচালিত হওয়ার অপরাধে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ- ১৯৮২ এবং ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় ০২ জনকে মোট ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা) অর্থদন্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন
গোপালগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)
মো. মামুন খান।

অভিযান পরিচালনায় সংশ্লিষ্ট চিকিৎসক, সঙ্গীয় পুলিশ ফোর্স ও আনসার বাহিনীর সদস্যগণ সার্বিক সহায়তা প্রদান করেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *