গোপালগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে ১ বছরের কারাদণ্ড ও ২ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

গোপালগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ কার্যক্রম প্রতিরোধে অভিযান পরিচালনা করা হয়েছে।

এসময় উপজেলার বিভিন্ন স্থানে জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট চলাকালে গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের সতীশের পোল সংলগ্ন এলাকায় বলগেট/বাল্কহেড ড্রেজার দিয়ে প্রবাহমান খাল (বর্ণি বাওরমুখী পাঁচুড়িয়া খালের অংশ) ভরাটের অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর আওতায় ০১ জনকে ০১ (এক) বছরের বিনাশ্রম কারাদন্ড এবং ২,০০,০০০/-(দুই লক্ষ টাকা) অর্থদন্ড অনাদায়ে আরও ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক গোপালগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খান। এসময় ঘটনাস্থল থেকে অবৈধভাবে প্রাকৃতিক জলাধার ভরাট ও জমির শ্রেণি পরিবর্তনে ব্যবহৃত পাইপ বিনষ্ট করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এবং সঙ্গীয় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ সার্বিক সহায়তা প্রদান করেন।

গোপালগঞ্জ জেলা প্রশাসকের দিক নির্দেশনায় জনস্বার্থে ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে গণমাধ্যমকে জানান ভ্রাম্যমান আদালতের বিচারক ও গোপালগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খান।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *