গোপালগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ লক্ষ টাকা জরিমানা ও ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (১০ সেপ্টেম্বর) গোপালগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ কার্যক্রম প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলার বিভিন্ন স্থানে জনস্বার্থে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত চলাকালে নিজড়া ইউনিয়নের নিজড়া দক্ষিণপাড়া এলাকায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে মাটি ও বালু কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ -এর আওতায় ০১ জনকে ১,০০,০০০/- (এক লক্ষ টাকা) অর্থদন্ড প্রদান করা হয়।
এসময় ঘটনাস্থল থেকে অবৈধ ড্রেজিংয়ে ব্যবহৃত ১টি স্যালো ইঞ্জিন/মেশিন জব্দ করা হয় এবং ড্রেজার মেশিনের ৮ /১০ টি পাইপ বিনষ্ট করা হয়।
পরে এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক ও গোপালগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)
মো. মামুন খান গণমাধ্যমকে জানান,
যেহেতু গোপালগঞ্জে নির্দিষ্ট কোন বালুমহাল নেই। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানার দিক নির্দেশনায় জেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।