গোপালগঞ্জে অপহৃত শিশু হাফিজুরকে উদ্ধার ও অপহরণের সাথে জড়িত থাকার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে গোপালগঞ্জ জেলা পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম (বার) বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইউনিয়নের মাদ্রাসাপাড়ার বাড়িওয়ালা মোঃ নজরুল শেখের ৯ বছরের শিশু সন্তান হাফিজুর শেখকে গত শনিবার রাতে অপহরণ করে নিয়ে যায় তার বাড়ির ভাড়াটিয়া। এ ঘটনায় গত ১৬ নভেম্বর '২০ ইং তারিখে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের হয়, মামলা নং-৩১, ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী- ২০০৩) তাতক্ষনিক গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এর দিক নির্দেশনায় ও নিবিড় তদারকীতে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর রাতে ৯ বছরের শিশু হাফিজুর শেখকে উদ্ধার করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন আরো জানান, সদর থানার এস আই রাসেল আহমেদ ও এ এস আই নওশের এর অংশগ্রহণে পাবনা ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্থানে পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। একপর্যায়ে পাবনার সুজানগর উপজেলার তাতিবন্দ ইউনিয়নের তাতিবন্দ গ্রামে আসামী বাবুল হোসেন (২৫) এর নিজ বসত বাড়ি থেকে ভিকটিম হাফিজুরকে উদ্ধার করা হয়। এ সময় বাবুল সহ অন্য আসামী রাশেদ শেখ (৪৫) কে আটক করে পুলিশ। ঘটনায় জড়িত অন্য আসামীদেরকেও শীঘ্রই গ্রেফতার করা হবে বলেও জানান তিনি।