গোপালগঞ্জে অনুমোদন বিহীন ক্লিনিক ব্যবসা পরিচালনার অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ৩ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা

গোপালগঞ্জে স্বাস্থ্য বিভাগের অনুমোদন বিহীন ক্লিনিক ব্যবসা পরিচালনার অভিযোগে ও রেজিষ্ট্রেশন নবায়ন না করার অপরাধে আজ বৃহস্পতিবার দুপুরে তিনটি প্রতিষ্ঠানকে ৩ লক্ষ ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রম্যমাণ আদালত। জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ সালাহউদ্দিন দিপু। ভ্রম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ সালাহউদ্দিন দিপু জানিয়েছেন, শহরের মডেল স্কুল রোডের মেডিকেয়ার ক্লিনিকের স্বাস্থ্য বিভাগের অনুমোদন না থাকায় ২ লক্ষ টাকা এবং একই অভিযোগে মোহাম্মদপাড়া রোড়ের সার্জিক্যাল কিলনিককে দেড় লক্ষ টাকা। এছাড়া রেজিষ্ট্রেশন নবায়ন না থাকা ও অব্যবস্থাপনার কারনে শহরের বাজার রোড়ের গোপালগঞ্জ নার্সিং হোমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার এস এম সাকিবুর রহমান উপস্থিত ছিলেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *