গতকাল বাদ জুম্মা উলপুর ইউনিয়নের সদ্য প্রয়াত সাবেক ইউপি চেয়ারম্যান এম. মাসুদ আলী স্বপনের রুহের মাগফেরাত কামনায় জেলা শহরের মোহাম্মদপাড়া জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ গনমান্য লোকজন শরীক হন। মরহুম এম. মাসুদ আলী স্বপন উলপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে এক যুগের বেশী সময় দায়িত্ব পালন করেন। তার বড় ভাই মোঃ মাহমুদ কবির আলী দৈনিক জবাবদিহি’র জেলা প্রতিনিধি এবং তার মেঝ ভাই গোপালগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর এম. মাহবুব আলী সোহেল।
মরহুমের পিতা এম. মনসুর আলী ও পিতামহ মোঃ এরফান আলী দীর্ঘকাল উলপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। তার পিতা এম. মনসুর আলী বর্তমান জেলা বিএনপি’র সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করছেন। মরহুম এম. মাসুদ আলী স্বপনের রূহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে শত শত ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন। উল্লেখ্য, উলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম. মাসুদ আলী স্বপন গত বুধবার সকালে খুলনা সার্জিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।