গোপালগঞ্জের মুকসুদপুরে স্থানীয় আধিপত্যের জের ধরে প্রতিপক্ষের হামলায় সুমন খান (২৭) নামক এক যুবজ নিহত হয়েছে।
এ ঘটনায় আরো দুজন আহত হয়েছে। আজ শুক্রবার ( ৩০ অক্টোবর) দুপুর ২ টায় মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ঢাকপাড় গ্রামে প্রতিপক্ষের হামলায় আলী খানের ছেলে সুমন খান মারাত্মক আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্ত্যবরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
ফরিদপুর মেডেকেলে চিকিৎসাধিন অবস্থায় সুমনের মৃত্যু হয়। এই ঘটনায় বিল্লাল খান ও রিপন খান নামে দুই জন আহত হয়।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকালে আলী খান গ্রুপের লোকজন বিল্লাল খান গ্রুপের রুহুল শেখকে মারধর করে। এই ঘটনার জের ধরে শুক্রবার দুপুরে বিল্লাল খান গ্রুপের লোকজন অতর্কিত হামলা করে এই ঘটনা ঘটায়। মুকসুদপুর থানার পুলিশ পরিদর্শক ( ওসি তদন্ত) খন্দকার আমিনুর রহমান নিহতের ঘটনা নিশ্চিত করে বলেন পূর্ব শত্রুতার জের ধরে হামলার ঘটনায় সুমন খান নিহত হয়েছে। এই ঘটনায় ২টি বাড়ি ভাংচুর হয়েছে। পরে মুকসুদপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।