সিন্দিয়াঘাট ফাঁড়ির পুলিশ সদস্যরা এ তথ্য নিশ্চিত করেন। শনিবার রাত ১০টার দিকে টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের পাশে উপজেলার গয়লাকান্দি নামক স্থান থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী , শনিবার রাতে পথে চলাচলরত ওই স্থানে এক বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে। পরে প্রত্যক্ষদর্শিরা পুলিশ কে খবর দেওয়া ঘটনা স্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের লাশ ময়নাতদন্তে জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরন করা হয়েছে। নিহতের পরিচয় এখনো পাওয়া জায়নি।