গোপালগঞ্জ পৌর কৃষক লীগের সাবেক ত্যাগী নেতা ও কাঠমিস্ত্রি অসুস্থ বিল্লালের চিকিৎসার দায়িত্ব নিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা। গত ১৮ মে জাতীয় দৈনিক ভোরের দর্পণ ও ২০ মে ডেইলি ইন্ডাস্ট্রি, দৈনিক শতবর্ষ, সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকায় এবং দেশ টাইমস ২৪. নিউজ, ,
সহ একাধিক অনলাইন পোর্টালে অসুস্থ বিল্লাল হোসেন কে নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।
পরে গোপালগঞ্জের মানবিক জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রতিবেদনটি পড়ে গণমাধ্যমকর্মী কে এম সাইফুর রহমান ও কে এম শফিকুর রহমানের সাথে যোগাযোগ করে অসুস্থ বিল্লাল হোসেন সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেন।
আজ শুক্রবার (১১ জুন) বিকালে গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানার দিক নির্দেশনায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিয়াজুর রহমানের নেতৃত্বে গোপালগঞ্জ বিসিক শিল্পনগরীর অফিস কার্যালয়ের পিছনে ঝুপড়ি ঘর থেকে অসুস্থ বিল্লাল হোসেনকে অ্যাম্বুলেন্স যোগে গোপালগঞ্জ ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়েছে।
বর্তমানে বিল্লাল হোসেন চরম পুষ্টিহীনতা ও মূত্রথলিতে পাথর জনিত সমস্যায় দীর্ঘদিন যাবত ভুগছেন। গোপালগঞ্জ হাসপাতালে জরুরী চিকিৎসা সেবা দেওয়ার পর প্রয়োজনে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে অসুস্থ বিল্লাল হোসেনকে অ্যাম্বুলেন্স যোগে হাসপাতালে নেওয়ার সময় লতিফপুর ইউপির সাবেক সদস্য ও বিসিক শিল্পনগরী মালিক সমিতির সাধারণ সম্পাদক আকবর হোসেন মোল্লা, গণমাধ্যমকর্মী কে এম সাইফুর রহমান, স্বেচ্ছাসেবী সংগঠন আসপ - এর সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অনেকে উপস্থিত ছিলেন।