প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৫, ২০২৫, ১০:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২০, ২০২১, ১০:১৫ অপরাহ্ণ
গোপালগঞ্জের বৌলতলী ইউপি নির্বাচনে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান প্রার্থী দোলন বিশ্বাস বাবু
পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি (বুধবার) অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে প্রচার- প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। এ লক্ষ্যে গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী ইউনিয়নে এ বাড়ি থেকে সে বাড়ি, একগ্রাম থেকে আরেক গ্রামে, এক পাড়া থেকে আরেক পাড়া- মহল্লা ও হাট-বাজারে ভোটারদের মন জয় করতে ছুটে বেড়াচ্ছেন প্রার্থীরা।
আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জের বৌলতলী ইউনিয়নে ব্যস্ত সময় পার করছেন বীর মুক্তিযোদ্ধার সন্তান, সাবেক ছাত্রনেতা, পরোপকারী, তরুণ নিঃস্বার্থ সমাজসেবক দোলন বিশ্বাস বাবু। এ লক্ষ্যে আজ শনিবার বিকালে বৌলতলী ইউনিয়নের সকল শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বর্ণিল শোভাযাত্রাটি ২নং বৌলতলী ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে চেয়ারম্যান প্রার্থী দোলন বিশ্বাস বাবুর বাড়িতে গিয়ে শেষ হয়।
পরে চেয়ারম্যান প্রার্থী দোলন বিশ্বাস বাবু আমাদের প্রতিবেদককে জানান, আমি চেয়ারম্যান নির্বাচিত হলে আপনাদের সকলকে সাথে নিয়ে বৌলতলী ইউনিয়ন পরিষদকে মাদকমুক্ত, দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধে রেখে একটি পরিপূর্ণ ডিজিটাল ইউনিয়নে রুপান্তরিত করবো।
আমার নেতা গোপালগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম ভাইয়ের দিক নির্দেশনায় এই ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চেষ্টা করব। এসময় বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মো. আবেদ উকিল, ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নাজমুল উকিল, শিক্ষক সুশিল বল, সমাজ সেবক সুনিল বিশ্বাস, বিপুল বল, আজিজ উকিল, নতুন উকিল, সাইফুল ইসলাম মোল্লা, তাহাজ্জেদ মোল্যা, মোশারেফ মোল্যা, সহকারী শিক্ষক মৃনাল বল প্রমুখ বক্তব্য রাখেন।