গোপালগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি শেখ রিফাউল হক মঞ্জু মিয়া আর নেই। শুক্রবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তাঁর মৃত্যুর সংবাদে পরিবার, রাজনৈতিক অঙ্গন সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। মরহুম রিফাউল হক মঞ্জু মিয়া গোপালগঞ্জ সদর উপজেলার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট শিল্পপতি শেখ কুদরত-ই-ইবতিহাজ জয়ের পিতা ও বিশিষ্ট শিক্ষানুরাগী রেশমা আক্তার হাসি'র স্বামী ছিলেন। এর আগে শেখ কুদরত-ই-ইবতিহাজ জয় তাঁর পিতার দ্রুত সুস্থতা কামনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সকলের নিকট দোয়া কামনা করেন। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শেখ রিফাউল হক মঞ্জু মিয়া'র হঠাৎ মৃত্যুতে গোপালগঞ্জ-২ আসনের সাংসদ ড. শেখ ফজলুল করিম সেলিম, সাংসদ পুত্র এফবিসিসিআইয়ের সভাপতি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলে ফাহিম, যুগ্ন সাধারন সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, গোপালগঞ্জ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান পিপিএম (বার), গোপালগঞ্জ সদর উপজেলা আ.লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী লিয়াকত আলী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু, সম্মিলিত ব্যবসায়ী সমিতি ও গোপালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক সৈয়দ মিরাজুল ইসলাম, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (জিইউজে) এর সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম সহ আ.লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। মরহুম শেখ রিফাউল হক মঞ্জু মিয়ার নামাজে জানাজা শনিবার (২১ নভেম্বর) জোহর নামাজ বাদ স্থানীয় বঙ্গবন্ধু কলেজ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে।