২৫ ডিসেম্বর খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব বড়দিন। বড়দিন -২০২০ উপলক্ষে গোপালগঞ্জের বিভিন্ন চার্চে কেক সহ বিভিন্ন উপহার সামগ্রী পাঠিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)।
ডিআইজি, ঢাকা রেঞ্জ মহোদয়ের পক্ষ থেকে এ সব উপহার সামগ্রী গোপালগঞ্জ সদর থানার সেন্ট মথুরানাথ এজি চার্চের পালক / ফাদারদের নিকট হস্তান্তর করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম (বার)।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন। এ বছরই বৈশ্বিক করোনা পরিস্থিতি বিবেচনায় সকল ধর্মীয় উৎসব গুলো সীমিত পরিসরে পালন করা হচ্ছে। তার পরেও বড়দিন উপলক্ষে ডিআইজি হাবিবুর রহমানের পাঠানো বড়দিনের কেক সহ নানান উপহার সামগ্রী হাতে পেয়ে উল্লসিত সেন্ট মথুরানাথ এজি চার্চে আগত ভক্ত বৃন্দ। পরে সকলের অংশগ্রহণে বড়দিনের কেক কেটে উৎসব পালন করা হয়।