বর্ষীয়ান বাম রাজনীতিবিদ, অবিভক্ত ছাত্র ইউনিয়ন এর সাবেক নেতা, ভাষা সংগ্রামী, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) এর পক্ষ থেকে ১৯৭৩ এ গোপালগঞ্জ ২ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী, বীর মুক্তিযোদ্ধা, আজীবন প্রগতিশীল অসাম্প্রদায়িক রাজনীতির প্রবক্তা। গোপালগঞ্জ এর মানুষের প্রিয় চিকিৎসক। একজন সৎ জনদরদী মানুষ। জীবনের পুরোটা সময় যিনি মানব কল্যাণের কাজে ব্যয় করেছেন। গোপালগঞ্জ এর সবমানুষের প্রিয় ডাক্তার রমানাথ বিশ্বাস আর নেই। গতকাল মঙ্গলবার ঢাকায় তাঁর ছেলে, ডাক্তার রনেন বিশ্বাস এর বাসায় বার্ধক্য জনিত রোগে তিনি মৃত্যুবরণ করেছেন। বীর মুক্তিযোদ্ধা ডাক্তার রমানাথ বিশ্বাসের মৃত্যুতে গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করেছেন গোপালগঞ্জের সর্বস্তরের জনগণ। এবং গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়িতে তাঁর আত্মার শান্তি কামনায় প্রার্থনা সভা অনুষ্ঠিত হয় । এছাড়া গোপালগঞ্জ পৌরপার্কে বীর মুক্তিযোদ্ধার প্রতি রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।গার্ড অফ অনার প্রদান শেষে, গোপালগঞ্জ পৌর মহাশ্মশানে ধর্মীয় রীতি অনুযায়ী শেষকৃত্য সম্পন্ন হয়।