জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের ধারাবাহিকতায় বাংলাদেশ প্রেস কাউন্সিল এর অর্থায়নে গোপালগঞ্জ প্রেসক্লাবে স্থাপিত বঙ্গবন্ধু কর্নার এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ নভেম্বর) দুপুরে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ নিজে উপস্থিত থেকে এ কর্নারের শুভ উদ্বোধন করেন। এ সময় স্বাস্থ্যবিধি মেনে প্রেস কাউন্সিলের সচিব (যুগ্ন সচিব) মোঃ শাহ আলম, প্রেস কাউন্সিলের সম্মানিত সদস্য নূরে জান্নাত আখতার, গোপালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব ফরিদ আহমেদ, মহা—সচিব সৈয়দ মিরাজুল ইসলাম, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (জিইউজে)—এর সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম, গোপালগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার শেখ সালাউদ্দীন দিপু, বাংলাদেশ প্রেস কাউন্সিলের অন্যান্য কর্মকর্তাগণ, গোপালগঞ্জ প্রেসক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ সহ জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু কর্নার উদ্বোধনের পর বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ উপস্থিত সকলকে নিয়ে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে ’৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে শাহাদাত বরণকারী সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন। পরে তিনি গোপালগঞ্জ প্রেসক্লাব ও গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (জিইউজে) অফিস পরিদর্শন করেন। এর আগে দুপুর সাড়ে ১২টায় টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদিতে পুষ্পমালা অর্পণ করে তিনি বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। পরে বিকালে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক সেমিনারে অংশগ্রহণ করেন।