দীপান্বিতা, প্রতিভাময়ী শিল্পী আমরা অনেকেই তাকে চিনি না | সে আমাদেরই গোপালগঞ্জের অভিনেত্রী | ঘনিষ্ঠ আলাপচারিতা সাক্ষাৎকারে তিনি বলেন, গোপালগঞ্জে স্থানীয়ভাবে নির্মিত রবীন্দ্র সঙ্গীত "একটুকু ছোঁয়া লাগে"। সম্পূর্ণ নতুনভাবে গানটির মিউজিক তৈরি করা হয়েছে। মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে গোপালগঞ্জ ও বাগেরহাটে। ডিরেক্টর হিমেল বিশ্বাস হিমু, সিনেমাটোগ্রাফার দিগন্ত বৈদ্য, কোরিওগ্রাফার সম্রাট হাজরা, গানটি গেয়েছে ত্রিবেণী ঠাঁকুর। মিউজিক ভিডিওটিতে দীপান্বিতা রায়ের বিপরীতে কাজ করেছে মিলন বিশ্বাস।
মিউজিক ভিডিওটি রিলিজ পেয়েছে ড্রীম স্টার এন্টারটেইনমেন্ট এর ব্যানারে। এছাড়াও ঢাকাতে নির্মিত গত মাসে কাজ করেছি নাটক "লাবু বিএসসি" ও নাটক "স্বপ্নপুরুষ" এ। দুইটি নাটকেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির। আমি মীর সাব্বিরের বিপরীতে কাজ করেছি। নাটক দুটি পরিচালনা করেছেন ওবিদ রেহান। নাটক দুটি আগামী ঈদে আরটিভিতে প্রচারিত হবে। এছাড়া তার অভিনিত প্রায় ডজনখানেক নাটক প্রচারিত হতে যাচ্ছে আগামী ঈদে বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে। ঈদে ড্রীম স্টার এন্টারটেইনমেন্ট এর ব্যানারে রিলিজ পেতে যাচ্ছে মিউজিক ভিডিও "হইলো না পিরিতি"। গানটিতে কন্ঠ দিয়েছেন শাহীন খান, মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন পরিচালক শামীম নিদ্রা। মিউজিক ভিডিওটিতে দীপান্বিতা রায়ের বিপরীতে কাজ করেছে বিপ্লব।
মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে উত্তরার বিভিন্ন লোকেশনে। আকাশ রঞ্জন পরিচালিত "বউ শ্বাশুড়ি" মেগা ধারাবাহিকে কাজ করেছেন। নাটকটি বৈশাখী টিভিতে প্রচারিত হচ্ছে। বেশ কিছু টেলিভিশন ও অনলাইন বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন। শর্টফিল্ম ও টিভি নাটকে নিয়মিত কাজ করেন। চলতি সপ্তাহে আরও দুইটি শর্টফিল্মের শুটিং শেষ করেন। দীপান্বিতা বলেন, "আমি কোনো চরিত্রে অভিনয় করার আগে চরিত্রটিকে ভালো করে বোঝার চেষ্টা করি। সেই চরিত্রটিকে হৃদয়ে ধারণ করি, তারপর ক্যামেরার সামনে দাঁড়াই। চরিত্র যা-ই হোক না কেন, সেটাকে ফুঁটিয়ে তোলাটাই একজন শিল্পীর কাজ, এটা আমি মনে করি। পরিশেষে তিনি বলেন অভিনয় আমার স্বপ্ন, আপনাদের ভালোবাসা ও অভিনয় নিয়ে বাকিটা জীবন কাটাতে চাই |