গোপালগঞ্জের পিবিআই কার্যালয় পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি মোঃ ওয়ালিদ হোসেন
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গোপালগঞ্জ জেলা কার্যালয় পরিদর্শন করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) খুলনা ও বরিশাল বিভাগের অতিরিক্ত ডিআইজি মোঃ ওয়ালিদ হোসেন।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) খুলনা ও বরিশাল বিভাগের অতিরিক্ত ডিআইজি মোঃ ওয়ালিদ হোসেন পিবিআই গোপালগঞ্জ কার্যালয়ে পৌঁছালে সেখানে তাকে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার
মোঃ আবুল কালাম আজাদ।
এসময় পিবিআই গোপালগঞ্জে কর্মরত অন্যান্য কর্মকর্তাগণ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে পিবিআই – এর অতিরিক্ত ডিআইজি মোঃ ওয়ালিদ হোসেন গোপালগঞ্জ জেলার কার্যক্রম পরিদর্শন করেন এবং সকল অফিসার ও ফোর্সদের নিয়ে বিভিন্ন মামলার রহস্য উদঘাটন, দ্রুত সময়ে মামলা নিষ্পত্তি সংক্রান্তে গুরুত্বপূর্ণ আলোচনা করে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।