গোপালগঞ্জের নিচু পাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। আজ শুক্রবার দুপুরে ঢাকা-গোপালগঞ্জ মহাসড়কে সদর উপজেলার নিচুপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়াগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। তবে সৌভাগ্যবসত হতাহতের এ ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি বলে তিনি জানান। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি টুঙ্গিপাড়ার দিকে যাচ্ছিলো। বিপরীত দিক থেকে আসা ট্রাকটি হটাৎ তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এবং মুখোমুখি সংঘর্ষের ফলে বাসটি উল্টে যায়। দুর্ঘটনার পর ঢাকা-গোপালগঞ্জ মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।