গোপালগঞ্জের ডাঃ আবিদ হাসান শেখ আর নেই
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত ডাঃ ক্যাপ্টেন শেখ ফরিদ আহমেদের চতুর্থ পুত্র ও বর্তমান জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) গোপালগঞ্জ জেলা শাখার আজীবন সদস্য ও সফল সাবেক সভাপতি ডাঃ আবিদ হাসান শেখ (৭০) আর নেই। মঙ্গলবার বেলা ১১ টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন… তিনি কয়েক দিন ধরে ব্রেইন স্ট্রোক অসুখে ভুগতে ছিলেন। এদিকে ডাঃ আবিদ হাসান শেখের অকাল মৃত্যুতে গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ হুমায়ূন কবির সহ স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) -এর নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করে গণমাধ্যমকে এক শোক বিবৃতি পাঠিয়েছেন। সেই সাথে তার রুহের মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন।