বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সদ্য পদোন্নতি প্রাপ্ত ডিআইজি জুনাত মোঃ মাইনুল হাসান (পিপিএম)।


আজ শনিবার সকাল সাড়ে ১১ টায় তিনি জাতির পিতার সমাধি-সৌধ বেদীতে পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।
এসময় এডিশনাল ডিআইজি মোঃ ইমাম হোসেন, গোপালগঞ্জের পুলিশ সুপার আয়শা সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ছানোয়ার হোসেন, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, ইউএনও একেএম হেদায়েতুল ইসলাম, টুঙ্গিপাড়া থানার ওসি এএফএম নাসিম, ওসি (অপারেশন) ইসমাইল হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। এরপর সদ্য পদোন্নতি প্রাপ্ত ডিআইজি জুনাত মোঃ মাইনুল হাসান বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।