গোপালগঞ্জের টুংগীপাড়ায় বাস ও ট্রাক মুখোমুখী সংঘর্ষে আহত-১!

গোপালগঞ্জের টুংগীপাড়ায় বাস ও ট্রাক মুখোমুখী সংঘর্ষে আহত-১!

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা মল্লিক মাঠ নামক স্থানে ঢাকা থেকে নাজিরপুর গামী কমফোর্ট পরিবহনের ঢাকা মেট্রো (ব) ১৪-০৮৮১ এর সাথে পাটগাতী থেকে আসা একটি ট্রাক গাাড়ীর ঢাকা মেট্রো (ড) ১১-৪৬৪৩ মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক গাড়ীর ড্রাইভার গুরুতর আহত হন।

ফায়ার সার্ভিসের টিম আসার আগেই স্হানীয় লোকজন চালককে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসেন । সেখানে বিশাল জনতার ভিড় পড়ে যায়।

পরবর্তীতে টুংগীপাড়া ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসনের একটি চৌকস দল সেখানে উপস্থিত হয়। গাড়িটি উদ্ধারের জন্য গোপালগঞ্জ থেকে একটি ক্রোন আনা হয়। সেখান থেকে গাড়িটি উদ্ধার করে টুংগীপাড়া থানায় নিয়ে আসেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন টুংগীপাড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা এ কে এম হেদায়েতুল ইসলাম ও টুঙ্গিপাড়া থানা অফিসার ইনচার্জ এ এফ এম নাসিম সহ মিডিয়া কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *