গোপালগঞ্জের গোবরায় প্রতিবেশির হামলায় আহত-১, বাড়িতে আগুন ।০


গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা লঞ্জঘাট এলাকার হাবিব ফকিরে বাড়িতে বিকাল আনুমানিক ৪.৩০ মিনিটে হামলার ঘটনা ঘটে।সরেজমিনে গেলে জান যায়, বাড়ির পাশের ডাঙ্গায় প্রায় ২কাঠা জমিতে ধানের চারা রোপন করেন হাবিব ফকির নামক এক গরীব কৃষক। প্রায়ই তার এই জমিতে গরু- ছাগল ছেড়ে দিয়ে ধানের চারা খাওয়াইয়া দিত প্রতিবেশি নাসিম চৌধুরী ও তার পরিবারের লোকজন। ঘটনার দিন হাবিব ফকিরের জমিতে ছাগল গেলে তার স্ত্রী শাহানারা ছাগল তাড়িয়ে দেয় এবং নাসিমের স্ত্রীর কাছে নালিশ করতেই, শাহানরার উপর ক্ষিপ্ত হয়ে মারধর করে। তারপর হাবিব এর ছেলে এসে মায়ের মারের কথা জিঙ্গাসা করলে তাজিম চৌধুরী হাতুরী ও হক ষ্টিক দিয়া হাবিবের ছেলে তামিম ফকিরকে বেধরক মারপিট করে। আশে পাশের লোকজন তামিমকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের হয়। থানায় অভিযোগ দায়ের করেছে জানতে পেরে ক্ষিপ্ত হয়ে নাসিম চৌধুরী, স্ত্রী ও তার পুত্র তাজিম চৌধুরী রাতের অন্ধকারে প্রথমে গরুর গোয়লে আগুন ধরিয়ে দেয়। পরে হাবিব ফকিরের ঘরে আগুন দিতে গেলে বাড়ির লোকজন জেগে গেলে দূর্বিত্তরা পালিয়ে যায়।
এ ব্যাপার হাবিব ফকিরের কাছে জানত চাইলে গনমাধ্যম কর্মীদের বলেন, নাসিম চৌধুরী ও তার পরিবার সব সময় আমি ও আমার পরিবারের উপর আত্যাচার করে। আমরা এর প্রতিবাদ করলে আমাদের উপর ক্ষিপ্ত হয়ে মারধর করে। কিছুদিন পূবে এমন ঘটনা হয়েছিল স্থানীয় মুরব্বিগন সে ব্যাপারে সালিশী করে দিয়েছিল। এ ব্যাপারে কোন ব্যাবস্থা ন নেওয়া হলে এরা এমন অত্যাচার আমদের উপর করেই যাবে। আমি প্রসশনের হস্থক্ষেপ কামনা করছি।