প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৫, ৩:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৫, ২০২১, ৮:২৭ অপরাহ্ণ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২১জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২১জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে আনন্দ মূখর পরিবেশের মধ্যে দিয়ে চেয়ারম্যান ও মেম্বর প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেওয়া চেয়ারম্যান প্রার্থীরা হলেন, রাধাগঞ্জ ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ভীম চন্দ্র বাগচী, স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান ও হালিম শিকদার। কান্দি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তুষার মধু ও স্বতন্ত্র প্রার্থী মান্নান শেখ। শুয়াগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী যজ্ঞেশ^র বৈদ্য অনুপ, স্বতন্ত্র প্রার্থী আব্দুল আজিজ খান ও জাহিদুল ইসলাম। পিঞ্জুরী ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আমিনুজ্জামান খান মিলন, স্বতন্ত্র প্রার্থী সামিউল হাওলাদার, কামরুল ইসলাম ও বর্তমান চেয়ারম্যান আবু সাইদ শিকদার। বান্ধাবাড়ি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মিজানুর রহমান হাওলাদার মানিক, স্বতন্ত্র প্রার্থী মোঃ লিপন মিয়া, মোঃ হান্নান মোল্লা ও আশেক রাতুল। সাদুল্লাপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সমর চাঁদ মৃধা, স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান সত্যেন্দ্রনাথ জয়ধর, জগদীশ চন্দ্র বাড়ৈ ও বিমল শিকদার। আমতলী ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রাফেজা বেগম একক ভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন । এই ইউনিয়নে অন্য কোন প্রার্থী মনোনয়পত্র জমা দেননি। অপরদিকে সংরক্ষিত মহিলা আসনে ৯৩ জন ও সাধারণ আসনে ২৯৬জন মেম্বর প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিকে হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকায় উপজেলার হিরণ, কুশলা ও কলাবাড়ি ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার খায়রুল হাসান। তিনি বলেন, উপজেলার কলাবাড়ি, সাদুল্লাপুর, রাধাগঞ্জ, বান্ধাবাড়ি, কুশলা, হিরণ, পিঞ্জুরী, কান্দি, শুয়াগ্রাম ও আমতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ছিল আজ বৃহস্পতিবার। এর মধ্যে হঠাৎ আজ দুপুরে হাইকোর্টের নিষেধাজ্ঞা জারি হওয়ায় হিরণ, কুশলা ও কলাবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত