গোপালগঞ্জের কোটালীপাড়ায় নির্যাতনের শিকার হয়েছে এক সন্তানের জননী মনি বেগম (২৫) নামের এক গৃহবধূ ্ ।তিনি উপজেলার গোয়ালংক গ্রামের লিটন হাওলাদারের স্ত্রী । এ ঘটনায় ঐ গৃহবধু বাদী হয়ে গত ১১ মার্চ লিগ্যাল এইড অফিস মাদারীপুর একটি অভিযোগ দায়ের করেন। জানা যায়Ñ কালকিনি পৌরসভার ৯নং ওয়ার্ড পূবালী মাদারীপুর গ্রামের আঃ মজিদ মোল্লার মেয়ে মনি বেগমের সাথে ৩ বছর পূর্বে বিয়ে হয় কোটালীপাড়ার জিন্নাত আলী হাওলাদারের ছেলে লিটন হাওলাদার (৩০) ।
বিয়ের পর লিটন বিভিন্ন ভাবে শশুর বাড়ী থেকে ২ লক্ষাধিক টাকা যৌতুক আনে । আরো যৌতুকের জন্য স্ত্রীকে চাপ দেয় । দিতে অপারগতা জানালে স্বামী , শাশুড়ী ,ননদ , দেবর মিলে মারপিট ও মানুষিক নির্যাতন করতে থাকে ঐ গৃহবধূ কে ।
এক পর্যায়ে গত বুধবার (১০ মার্চ )সকালে ডাক্তারের কাছে যাওয়ার নাম করে বাবার বাড়ী কালকিনি পালিয়ে আত্মরক্ষা করে ঐ গৃহবধূ । গৃহবধূর ভাই মানিক মোল্যা জানান- আমার বোন কে তার স্বামী ,শাশুড়ী ,ননদ, দেবর সবাই মিলে নির্যাতন করে, সহ্য করতে না পেরে আমাদের বাড়ী চলে এসেছে , আমরা এ ঘটনার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানাই । লিটনের পিতা জিন্নাত আলী হাওলাদার বলেন- সংসারে ঝগড়া বিবাদ হতেই পারে ।
এ ব্যাপারে নির্যাতনের শিকার মনি বেগম সাংবাদিকদের বলেন- স্বামী প্রথম দিকে নির্যাতন করতো , এখন শাশুড়ী ও ননদ বাসনা খানম করে, দেবর শিপন আমার প্রতি কুনজর দেয় । তিনি আরো বলেন- আমার একটা কন্যা সন্তান রয়েছে আমি শান্তিতে স্বামীর সংসার করতে চাই । এ বিষয়ে লিটন হাওলাদারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান- আমার কিছু বলার নেই, আমি পরে দেখে নেব ।