গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাসের চাপায় এক শিক্ষার্থী নিহত, আহত ৫
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় অংকন বিশ্বাস ২২ নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছে। আজ বেলা 11:30 টার দিকে গোপালগঞ্জ পয়সারহাট সড়কের তাড়াশী বাস স্ট্যান্ড এর পাশে উক্ত সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত অংকন বিশ্বাস তারা সেই গ্রামের পল্লব বিশ্বাসের ছেলে ও খুলনা কৃষি বিদ্যালয়ের ছাত্র।
কোটালীপাড়া থানার এস আই মনোজ কুমার জানান গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস গোপালগঞ্জ পয়সারহাট সড়কের তাড়াশি বাসস্ট্যান্ডে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ফুট পাতে থাকা অংকন বিশ্বাস সহ কয়েকজনকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই অংকন বিশ্বাস মারা যায়। আহত ৫ জনকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর থেকে বাস চালক পলাতক রয়েছে। বাস চালককে আটকের চেষ্টা চলছে।
লাশ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।।