গোপালগঞ্জের কৃতি সন্তান শেখ কবির হোসেন ন্যাশনাল টি কোম্পানী লিমিটেড—এর চেয়ারম্যান পদে পুনঃনির্বাচিত

 গোপালগঞ্জের কৃতি সন্তান শেখ কবির হোসেন ন্যাশনাল টি কোম্পানী লিমিটেড -এর চেয়ারম্যান পদে পুনঃনির্বাচিত হয়েছেন।
কোম্পানীর পরিচালনা পর্ষদের ৬২৫তম সভায় অংশগ্রহণকারী সকল পরিচালকবৃন্দ সর্বসম্মতিক্রমে শেখ কবির হোসেনকে পরবর্তী মেয়াদের জন্য কোম্পানীর চেয়ারম্যান হিসেবে পুনঃনির্বাচিত করেন।
শেখ কবির হোসেন বর্তমানে সোনার বাংলা ইন্সুরেন্স লিমিটেড—এর চেয়ারম্যান ও বাংলাদেশ ইন্সুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন। দেশের বীমা শিল্পের উন্নয়নে তিনি সর্বদাই নিজেকে নিয়োজিত রেখেছেন। শেখ কবির ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ বেসরকারী বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
তিনি একাধিক স্কুল—কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও শুভাকাঙ্ক্ষী। তিনি সেন্ট্রাল ডিপজিটারী বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)—এর চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি’র সাবেক চেয়ারম্যান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড মেম্বার। খুলনা কৃষি বিশ্ববিদ্যায়ের সিন্ডিকেট মেম্বার এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব গভর্নরস এর মেম্বার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও শেখ কবির হোসেন বিশ্বের অন্যতম সেবামূলক সংগঠন লায়ন্স ক্লাব্স ইন্টারন্যাশনাল এর একজন সক্রিয় সদস্য। লায়ন্স ক্লাব্স ইন্টারন্যাশনাল—এর সাবেক আন্তর্জাতিক পরিচালক হিসেবে তিনি দেশে এবং বিদেশে সংগঠনের নেতৃত্ব দিয়ে এসেছেন। তিনি ইস্পাহানী ইসলামিয়া আই ইন্সটিটিউট ও হাসপাতালের ভাইস—চেয়ারম্যান এবং আগারগাঁওস্থ লায়ন্স আই ইন্সটিটিউট ও হাসপাতালের একজন অন্যতম পৃষ্ঠপোষক।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *