গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ


গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে সড়কের দুই পাশ থেকে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। কাশিয়ানী উপজেলা প্রশাসনের সহযোগীতায় সড়ক ও জনপথ বিভাগ এ উচ্ছেদ অভিয়ান পরিচালনা করে। আজ সোমবার (৯ নভেম্বর) গোপালগঞ্জ-ব্যাসপুর সড়কের ব্যাসপুর বাজার, জাটিগ্রাম বাজারসহ কয়েকটি স্থানে উচ্ছেদ অভিযান চালানো হয়।
কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. অতিকুল ইসলাম এবং সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী শাকিরুল ইসলাম এ উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন। এসময় ব্যবসায়ীরা তাদের মালামাল নিজ দায়িত্বে সরিয়ে নেন।
এছাড়া কাশিয়ানী বাজার ও ব্যাসষ্ট্যান্ড বাজারের সরকারী জায়গা থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ৭ দিনের সময় দিয়ে মাইকিং করা হয়েছে। এ অভিযানে কাশিয়ানী থানা পুলিশ ও সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী, সার্ভেয়ার ও কর্মীরা উপস্থিত ছিলেন। সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী শাকিরুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে সড়ক ও জনপথ বিভাগের জমি অবৈধ দখলদারদের দখলে রয়েছে।
এসব জমি দখল মুক্ত করতে এ অভিযান পারিচালনা করা হয়েছে। কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. অতিকুল ইসলাম জানান, দীর্ঘদীন ধরে এলাকার প্রভাবশালীরা গোপালগঞ্জ-ব্যাসপুর সড়কের দুই পাশের সরকারী জায়গা দখল করে ব্যবসা প্রতিষ্ঠান ও অবৈধ স্থাপনা নির্মাণ করে ব্যবসা করে আসছিল। এতে যান চলাচলসহ সাধারন মানুষের ভোগান্তির সৃষ্টি হয়েছিল। আগামীতেও এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আরো জানান।