গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুরে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ, জেলা প্রশাসনের ফুলেল শুভেচ্ছা

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা এবং মুকসুদপুর উপজেলার আওতাভুক্ত ৩০ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকালে গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা নিজে উপস্থিত থেকে কাশিয়ানী উপজেলার ১৪ ইউনিয়ন এবং মুকসুদপুর উপজেলার ১৬ ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যানদেরকে এ শপথ বাক্য পাঠ করান।

এর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক চেয়ারম্যানকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। এ সময় গোপালগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. ইকবাল হোসেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ মোহাম্মদ রুহুল আমিন, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানগণ, স্থানীয় সরকার বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ সহ জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে আগামী পাঁচ বছর মেয়াদে জনপ্রতিনিধি হিসেবে স্ব-স্ব ইউনিয়নে সেবক হিসেবে তাদের ওপর অর্পিত দায়িত্ব তারা যথাযথভাবে পালন করবেন এমনটাই প্রত্যাশা করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক সুলতানা।

শপথ গ্রহণ করেছেন কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউপি চেয়ারম্যান মো. লুৎফর রহমান মিয়া, মাহমুদপুর ইউপি চেয়ারম্যান এনামুল হক মিরাজ, হাতিয়ারা ইউপি চেয়ারম্যান দেবদুলাল বিশ্বাস, সাজাইল ইউপি চেয়ারম্যান মো. মাহবুবুল আলম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শাওন, বেথুড়ী ইউপি চেয়ারম্যান ইমরুল হাচান মিয়া, নিজামকান্দি ইউপি চেয়ারম্যান কাজী নওশের আলী, রাজপাট ইউপি চেয়ারম্যান মিল্টন মিয়া, ওড়াকান্দি ইউপি চেয়ারম্যান বদরুল আলম (বিটুল), সিংগা ইউপি চেয়ারম্যান রথীন্দ্র নাথ বিশ্বাস, ফুকরা ইউপি চেয়ারম্যান শাহ ইশতিয়াক, পুইশুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম সিকদার, রাতইল ইউপি চেয়ারম্যান আঞ্জুরুল ইসলাম আঞ্জু, কাশিয়ানী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন, মুকসুদপুরের পশারগাতী ইউপি চেয়ারম্যান আ. রহমান মীর, গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান ওবায়দুল ইসলাম, খান্দারপাড় ইউপি চেয়ারম্যান মুহাম্মদ সাব্বির খান, বহুগ্রাম ইউপি চেয়ারম্যান পরিতোষ সরকার, বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মোল্যা, ভাবরাশুর ইউপি চেয়ারম্যান এস এম রিফাতুল আলম মুসা, বাটিকামারি ইউপি চেয়ারম্যান শাহ আকরাম হোসেন (জাফর ফকির), দিগনগর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শেখ, রাঘদী ইউপি চেয়ারম্যান মো. সাহিদুর রহমান টুটুল, গোহালা ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মাতুব্বর, উজানী ইউপি চেয়ারম্যান শ্যামল কান্তি বোস, কাশালিয়া ইউপি চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম মিয়া, ননীক্ষীর ইউপি চেয়ারম্যান শেখ রনি আহমেদ, মোচনা ইউপি চেয়ারম্যান মো. এমদাদ হোসেন ও জলিরপাড় ইউপি চেয়ারম্যান মিহির কান্তি রায়, মহারাজপুর ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন মিয়া।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *