গোপালগঞ্জের উলপুর নদীতে পরে যুবকের মৃত্যু।

 গোপালগঞ্জ সদর উপ‌জেলার উলপুর ব্রিজের রেলিং থেকে পড়ে নিখোঁজ ওয়ার্কশপ শ্রমিক মোরাদ শেখের (২২) লাশ উদ্ধার করেছে ডুবুরি দল।

শনিবার (২৬ ডিসেম্বর) সকাল পৌনে ১০টায় উলপুর ব্রিজের কাছে নদী থেকে ডুবুরি দল লাশটি উদ্ধার করে। এর আগে শুক্রবার (২৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে মোরাদ শেখ বন্ধুদের সঙ্গে ব্রিজের রে‌লিং ওপর বসে গল্প করার সময় নদীতে পড়ে নিখোঁজ হয়।

 

২৬-১২-২০২০ইং শনিবার সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের ডুবুরির সহায়তায় লাশটি উদ্ধার করে। এবং ফায়ার সার্ভিসের তথ্য নিয়ে যানা যায় মোরাদ ব্রিজ থেকে পরার সময় ব্রিজের পিলারের সাথে মুখে বারি লেগে তৎক্ষনাৎ পানিতে ডুবে মৃত্যু হয়। এবং সকল তথ্য নিয়ে যানা যায় নিহত মোরাদ উলপুর -দুর্গাপুর রোডে রাসেলের ওয়ার্কসবে কাজ করে। এবং নিহত যুবক মোরাদের বাড়ি গোপালগঞ্জের গোবরা ইউনিয়নে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *